28855

আকর্ষণীয় ক্লাসরুম পাচ্ছে ৬ লাখ ক্ষুদে শিক্ষার্থী

আকর্ষণীয় ক্লাসরুম পাচ্ছে ৬ লাখ ক্ষুদে শিক্ষার্থী

2023-11-13 21:02:54

একযোগে দেশের বিভিন্ন স্থানে নির্মিত দুই হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করা হবে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকাল ১০টায় গণভবন থেকে ২০২২-২০২৩ অর্থবছরে নির্মাণ হওয়া এসব প্রতিষ্ঠান উদ্বোধন করবেন। প্রতিষ্ঠানগুলো উদ্বোধন হলে ছয় লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ১৫ তলা বিশিষ্ট প্রধান কার্যালয়, কক্সবাজারে ১০ তলা বিশিষ্ট লিডারশিপ ট্রেনিং সেন্টার এবং চারটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়ামও উদ্বোধন করবেন সরকারপ্রধান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রায় এক হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে দুই হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ শেষ হয়েছে। এ বিদ্যালয়গুলোতে ছয় লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। এছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজন নবনির্মিত এই বিদ্যালয়গুলো সুবিধা পাবেন। নবনির্মিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য জেন্ডারের ভিত্তিতে পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।

এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার বর্গফুটের ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রধান কার্যালয়। যাতে ব্যয় হয়েছে প্রায় ১০৪ কোটি টাকা।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রধান কার্যালয়ে কর্মরত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর দফতর হিসেবে ব্যবহৃত হবে এবং এর মাধ্যমে মাঠ পর্যায়ে চার লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সেবা প্রদান করা সম্ভব হবে। বেইজমেন্ট ও ক্যাম্পাসে ৪৪টি গাড়ি রাখার সুবিধা রয়েছে।

এদিকে কক্সবাজারে নির্মাণ করা হয়েছে লিডারশিপ ট্রেনিং সেন্টার ভবন। প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে এক লাখ ১৪ হাজার বর্গফুট আয়তনের ১০ তলা বিশিষ্ট আন্তর্জাতিকমানের আধুনিক ট্রেনিং সেন্টারটিতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাহিদাভিত্তিক, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

প্রতি ভবনে ১৬০ জন প্রশিক্ষণার্থীর (৮০ জন পুরুষ ও ৮০ জন মহিলা) আবাসনের সুব্যবস্থাসহ প্রশিক্ষণের আধুনিক সব সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে।

সিলেট বরিশাল, রংপুর ও যশোরে নির্মাণ করা হয়েছে চারটি পিটিআই এ মাল্টিপারপাস অডিটোরিয়াম। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে চারটি পিটিআই এ আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে ৩৫০ আসন বিশিষ্ট প্রতিটি অডিটোরিয়ামে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণসহ শিক্ষা সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি আয়োজনের ব্যবস্থা রয়েছে।

প্রত্যেক পিটিআই এ প্রতি বছর দুই শতাধিক প্রশিক্ষণার্থী দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিয়ে থাকেন। সেখানে বিভিন্ন স্বল্পমেয়াদী প্রশিক্ষণও পরিচালিত হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]