2888

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে এই নারী?

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে এই নারী?

2017-10-20 03:49:47

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন একজন মেধাবী নারী। যিনি রাষ্ট্র বিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানে পারদর্শী। যুক্তরাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি আর কেউ নন বর্তমান উপাচার্য অধ্যাপক লুইস রিচার্ডসন।

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, অক্সফোর্ডে ১২৩০ সালে উপাচার্য পদ চালু হয়। এরপর এ পদে এত দিন পর্যন্ত কোনো নারী নিয়োগ পাননি। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী উপাচার্য পায় অক্সফোর্ড। এর আগে তিনি সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটির অধ্যক্ষ এবং উপাচার্য পদে কর্মরত ছিলেন লুইস রিচার্ডসন।

২০০৯ সালে সেন্ট অ্যান্ড্রুসে যোগ দেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন রিচার্ডসন।

আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী লুইসের বয়স ৫৬ বছর। হংকংয়ে নিযুক্ত সাবেক গভর্নর অক্সফোর্ডের আচার্য ক্রিস প্যাটেন বলেন, শিক্ষার প্রতি লুইস রিচার্ডসনের দৃঢ় অঙ্গীকার এবং পাণ্ডিত্য মনোনয়ন পেতে কর্তৃপক্ষকে প্রভাবিত করেছে।

আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে জন্ম নেওয়া রিচার্ডসন ইতিহাস নিয়ে পড়েছেন ডাবলিনের বিখ্যাত ট্রিনিটি কলেজে। মাস্টার্স ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে। হার্ভার্ড থেকে ডক্টরেট ডিগ্রি পান তিনি।

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]