28891

ঢাবির রেজিস্ট্রার ভবন, ডাকসু ও মধুর ক্যান্টিনে তালা দিলো ছাত্রদল

ঢাবির রেজিস্ট্রার ভবন, ডাকসু ও মধুর ক্যান্টিনে তালা দিলো ছাত্রদল

2023-11-19 10:59:00

হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার ভবন, মধুর ক্যান্টিন এবং ডাকসুতে তালা লাগিয়েছে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের সমর্থক নেতাকর্মীরা বিভিন্ন স্থাপনায় তালা দেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেট, মধুর ক্যান্টিন ও ডাকসুসহ বিভিন্ন স্থাপনায় তালা ঝুলছে। তালার সঙ্গে হরতালের সমর্থনে একটি ব্যানারও লাগিয়ে দেওয়া হয়েছে। ব্যানারে তারেক রহমানের ছবির সঙ্গে ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’, ‘এক দফা দাবিতে দেশব্যাপী হরতাল চলছে’ ইত্যাদি লেখা রয়েছে।

হরতালের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
এ বিষয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকবার বলেছি এই হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না। কিন্তু তারা আমাদের কথা না শুনে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস-পরীক্ষা চালু রেখেছে। তাই আমরা আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]