28898

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার, সম্পাদক মাঈন

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার, সম্পাদক মাঈন

2023-11-20 17:03:37

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক অর্ণি আনজুম।

রোববার (১৯ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক নিনাদ খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৬ নভেম্বর দুপুর ১২টায় কলাভবনের বটতলায় ঢাবি সংসদের ৩৫তম সম্মেলনের উদ্বোধনী সমাবেশের উদ্বোধন করেন মো. আব্দুল জলিল ওরফে স্বপন মামা। সমাবেশে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি শিমুল কুম্ভকার। আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, নৃবিজ্ঞানী ও আন্দোলনকর্মী রেহনুমা আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা লিটন নন্দী এবং ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম।

বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার অঙ্গীকার নিয়ে গঠিত হলো ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইতিহাসের দায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না স্বৈরাচারের ঠাঁই’ শীর্ষক স্লোগানকে ধারণ করে গঠিত হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৫তম কার্যনির্বাহী কমিটি। ৩৫তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে মেঘমল্লার বসুকে সভাপতি, মাঈন আহমেদকে সাধারণ সম্পাদক এবং অর্ণি আনজুমকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কমিটির অন্য নেতারা হলেন-
সহ-সভাপতি-আনান, সাদ আহমেদ, কাশফিয়া হাসান মৌরি, প্রদ্যুৎ সরকার, রুদ্র রায়, এন্টন চাকমা, সহকারী সাধারণ সম্পাদক-মধুসূদন কর্মকার, দিগন্ত দাস, দূর্জয় রায়, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন হৃদয়, দপ্তর সম্পাদক নিনাদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক: ক্রানুপ্রু মার্মা লোটাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমেদ জারিফ ইনান, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুব খালাসি, ক্রীড়া সম্পাদক অং অং, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীরুল ইসলাম, সদস্য তানহা তানজিন, সাব্বির হোসেন, পৃথিং মারমা, আদনান আজিজ চৌধুরী ও শিমুল কুম্ভকার।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]