28904

আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জে পদক পেলেন শাবিপ্রবির ৮ শিক্ষার্থী

আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জে পদক পেলেন শাবিপ্রবির ৮ শিক্ষার্থী

2023-11-20 21:08:08

আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি)-২০২৩ প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী স্বর্ণ, সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। এদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের একজন ব্রোঞ্জ পদক পেয়েছেন। বাকিরা গণিত বিভাগের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জ-২৩ এর শাবিপ্রবির তত্ত্বাবধায়ক গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়ে থাকে। গতবছর ৯ শিক্ষার্থী অংশ নিয়ে পদক পেয়েছিল। এবার দুটি স্বর্ণপদকসহ আটজন পদক পেয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন।’

স্বর্ণ পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন গণিত বিভাগের ২০২০-২১ সেশনের ইসরাত জাহান রাইসা ও ২০২১-২২ সেশনের নাজমুল ইসলাম। সিলভার পদকপ্রাপ্তরা হলেন গণিত বিভাগের ২০২০-২১ সেশনের সজিব দাস, ২০২২-২৩ সেশনের ইকতিদার মাহমুদ মাহিব ও ২০২১-২২ সেশনের আলভী মোল্লা। ব্রোঞ্জ পদকপ্রাপ্তরা হলেন গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের খন্দকার সানজিদা জান্নাত, ২০২১-২২ সেশনের যুবরাজ নাবিল রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের তন্ময় ভৌমিক।

আইওয়াইএমসির অফিসিয়াল অ্যাম্বাসেডর গণিত বিভাগের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ বলেন, এবারের আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ৯৮টি দেশের সাড়ে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। এতে তত্ত্বাধায়ক হিসেবে ছিলেন ১৩০০ জনেরও বেশি শিক্ষক। প্রতিযোগিতাটি কোয়ালিফিকেশন রাউন্ড, প্রি-ফাইনাল ও ফাইনাল এ তিন পর্বে সম্পন্ন হয়।

প্রথম দুই রাউন্ড শেষে ফাইনালে মোট এক হাজার ৮০০ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। ফাইনালে প্রশ্ন ছিল ২০টি। প্রত্যেক প্রশ্নের জন্য ১ পয়েন্ট নির্ধারিত। এ থেকে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে গোল্ড-সিলভার-ব্রোঞ্জ পদক দেওয়া হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]