28905

রাত ৯টার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জমায়েত নিষিদ্ধ

রাত ৯টার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জমায়েত নিষিদ্ধ

2023-11-20 21:17:53

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাত ৯টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত সবধরনের বহিরাঙ্গন কার্যক্রম (খেলাধুলা, অনুষ্ঠানাদি) ও যে কোনো ধরনের জমায়েত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]