28906

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

2023-11-20 21:42:26

জমকালো আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আবু হানিফ সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা আনে না এটি মন ও মানসিকতার উন্নতি সাধন করে। তিনি এসময় শিক্ষার্থীদের টুর্নামেন্ট সফলভাবে শেষ করার আহ্বান জানান।

উদ্বোধনী খেলায় সিএসই ও ইডিএম অনুষদ প্রতিদ্বন্দ্বিতা করে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]