28950

ড্যাফোডিলের নিহত শিক্ষার্থী হাসিবুলের পরিবার পেল ৭ লাখ টাকা

ড্যাফোডিলের নিহত শিক্ষার্থী হাসিবুলের পরিবার পেল ৭ লাখ টাকা

2023-11-27 17:58:29

সম্প্রতি স্থানীয়দের হামলায় নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরের পরিবারের কাছে ৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই চেক হস্তান্তর করা হয়। এক অনুষ্ঠানে উপস্থিত থেকে হাসিবুল হাসান অন্তরের বড় ভাই হাসানুল আবেদীন চেক গ্রহণ করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম মাহবুব উল হক মজুমদার, একাডেমিক এফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, পরিচালক হিসাব ও অর্থ হামিদুল হক খান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ডিআইইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক সুমনসহ সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবন বীমা সেবার অধীনে আনা হয়। এরই ফলশ্রুতিতে শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরের পরিবারের হাতে মৃত্যুবীমার ৫ লাখ টাকার এবং বিশ্ববিদ্যালয়ের এ্যলামনাই অ্যাসোসিয়েশনের দুই লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, চলতি মাসের ৩ তারিখে স্থানীয়দের কর্তৃক ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার জেরে ক্যাম্পাসের আশপাশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]