28953

ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ

ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ

2023-11-27 22:10:09

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষার (২০২১) ফল প্রকাশ করা হয়েছে। ফাজিল (স্নাতক) অনার্স প্রথম বর্ষে পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৬২ শতাংশ, তৃতীয় বর্ষে ৯১ দশমিক ২৩ শতাংশ ও চতুর্থ বর্ষে ৯৭ দশমিক ৩৬ শতাংশ।

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে। গত ৭ সেপ্টেম্বর থেকে ২০২১ খ্রিস্টাব্দের ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান পরীক্ষার ফল ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে হস্তান্তর করেন।

ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, সেশনজটের বৃত্ত থেকে বেরিয়ে আসছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার ফল হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এস এম এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]