28997

অ্যামাজনে চাকরি পেলেন কুবি শিক্ষার্থী যাদব

অ্যামাজনে চাকরি পেলেন কুবি শিক্ষার্থী যাদব

2023-12-04 18:59:08

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ই-কমার্স কোম্পানি অ্যামাজনে চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের যাদব সূত্রধর। সোমবার (৪ ডিসেম্বর) চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

যাদব সূত্রধর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আইসিটি শিক্ষার্থী। তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে অবস্থান করছেন। অ্যামাজনের হেড কোয়ার্টারে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছেন যাদব।

চাকরির পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের মাহারিসি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত। এর আগে তিনি বাংলাদেশের একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

অ্যামাজনে চাকরির বিষয়ে জানতে চাইলে যাদব সূত্রধর বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে অ্যামাজনে নিয়োগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অ্যামাজনের নির্বাচন প্রক্রিয়া কঠিন ছিল, তবে সফলভাবে নির্বাচিত হয়েছি। যা আমার অবিরাম শেখার যাত্রায় আমার আত্নবিশ্বাস সৃষ্টি করেছে। আমেরিকায় আসার পর থেকেই আমার অ্যামাজনের প্রতি একটি অন্যরকম অনুভূতি ছিল লিডারশিপ এবং মাল্টি-কালচারাল পরিবেশের জন্য।

তিনি আরও বলেন, একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা অ্যামাজনে চাকরি পেতে সহায়তা করেছে। আজকের এ পর্যায়ে আসতে পেরে আমার মেন্টর, সহযোগী এবং শিক্ষামূলক পৃষ্ঠভূমির প্রতি অসীম কৃতজ্ঞ।

শিক্ষার্থীর সাফল্যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. সাইফুর রহমান বলেন, শিক্ষার্থীদের এ রকম সাফল্য প্রতিটি শিক্ষকের কাছে সবচেয়ে বড় পাওয়া এবং আনন্দের। শিক্ষকদের সঠিক পাঠদান ও গাইডলাইনে এ অর্জন সম্ভব। সারাবিশ্বে মেধার দক্ষতা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরছে আমাদের শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]