29024

জাবি সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা অধ্যাপক এন্দেল্লাহ

জাবি সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা অধ্যাপক এন্দেল্লাহ

2023-12-08 09:55:42

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক উপদেষ্টা অধ্যাপক মো. ফরিদ আহমেদ।

সদ্য দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী সংগঠনের উপদেষ্টা হতে পেরে সম্মানিত বোধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন উপদেষ্টা হিসেবে সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য মহোদয়সহ সকলের সহযোগিতায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে সচেষ্ট থাকবো।

সাবেক উপদেষ্টা অধ্যাপক মো. ফরিদ আহমদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক এটাই সাংবাদিকদের প্রথম সংগঠন। শুরু থেকেই এ সংগঠনকে খুব আপন মনে হয়। তোমরা বস্তুনিষ্ঠাতার সঙ্গে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরো। প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখার এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তোমরা যা লিখবে সেটাই দেশের মানুষ দেখবে। তাই তোমাদের দায়িত্বটাও অনেক বড়। তোমরা অবশ্যই সমালোচনা করবে তবে গঠনমূলক। তোমরা আমাদের ভুলগুলো ধরিয়ে দিলেই আমরা সংশোধন করতে পারব। তোমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে সেটাই আমার প্রত্যাশা।

জাবিসাসের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, জাবিসাসের সভাপতি আরিফুজ্জামান উজ্জল, বাসস’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল ওসমান, প্রথম আলোর সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল ইসলাম প্রমুখ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]