কানাডায় স্টুডেন্ট ভিসায় যেতে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ
2023-12-08 22:50:44
লেখাপড়ার উদ্দেশ্যে কানাডায় যেতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম জারি করেছে দেশটি। নিয়মে বলা হয়েছে, ভিসাপ্রার্থীদের আগের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যাংকে দেখাতে হবে। বিষয়টি আগামী বছরের (২০২৪ সাল) ১ জানুয়ারি কার্যকর হবে। খবর টাইমস অব ইন্ডিয়া।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার এ ঘোষণা দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের কমিউনিটির জন্য উল্লেখযোগ্য সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক সুবিধা প্রদান করে। কিন্তু তারা কানাডায় জীবনযাত্রার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। আমরা জীবনযাত্রার ব্যয়-সীমা সংশোধন করছি, যাতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখানে বসবাসের প্রকৃত খরচ বুঝতে পারে। এই পরিমাপ কানাডায় তাদের সাফল্যের চাবিকাঠি হবে।
তিনি বলেন, কানাডায় পড়তে আসা শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত আবাসন খুঁজে পায়, তা নিশ্চিত করার জন্য আমরা বিকল্পগুলোও খুঁজে দেখেছি। এই দীর্ঘমেয়াদী পরিবর্তন আন্তর্জাতিক ছাত্রদের আর্থিকভাবে দুর্বল পরিস্থিতি এবং শোষণ থেকে রক্ষা করবে।
ইতোপূর্বে কানাডায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনব্যয় (কস্ট অব লিভিং) খরচ হিসেবে ব্যাংকে ১০ হাজার ডলার আছে এমন প্রমাণ দেখাতে হতো। ২০০০ সাল থেকে এই অর্থের পরিমাণ অপরিবর্তিত আছে। কিন্তু এখন জীবনব্যয়ের খরচ বেড়ে যাওয়ায় এই পরিমাণ ১০ হাজার ডলার থেকে বাড়িয়ে ২০ হাজার ৬৩৫ ডলার করা হয়েছে। জীবনব্যয় খরচের সঙ্গে ভ্রমণ ও টিউশন ফিসও রয়েছে। যা বছরে বছরে সামঞ্জস্য করা হবে।
অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেছেন, এই পদক্ষেপটি কেবল জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিক্রিয়া নয় বরং উপযুক্ত আবাসন খোঁজার মতো আন্তর্জাতিক শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলোকেও সমাধান করে। সংস্কারগুলো শিক্ষার্থীদের আর্থিক দুর্বলতা এবং শোষণ থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতিশ্রুতির সঙ্গে জড়িত।
এ দিন আন্তর্জাতিক শিক্ষার্থীদের সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার যে অস্থায়ী অনুমতির মেয়াদ ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণাও দিয়েছেন মিলার।
প্রসঙ্গত, কানাডায় বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ৮ লাখ ৭ হাজার ৭৫০ জন পড়াশোনা করছেন। যার মধ্যে উচ্চশিক্ষা অর্জনের শিক্ষার্থীরাও রয়েছেন। এসব শিক্ষার্থীদের মধ্যে গত বছরই কানাডায় পড়ার অনুমতি পেয়েছিলেন অন্তত ৫ লাখ ৫১ হাজার ৪০৫ জন।