প্রথমবারের মতো ববিতে ইংলিশ স্পিকিং কনটেস্ট অনুষ্ঠিত
2023-12-09 23:09:43
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইংলিশ স্পিকিং কনটেস্ট ১.০। ফিট এলিগেন্স প্রেজেন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার অ্যাডুকেশন সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর)সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে এ কনটেস্ট শুরু হয়।
সপ্তাহে ছয়দিন খোলা থাকবে ববির কেন্দ্রীয় লাইব্রেরি
ক্যারিয়ার কার্নিভাল ও ইংলিশ স্পিকিং কনটেস্ট ১.০ এর উদ্বোধন করেন রিসার্চ অ্যান্ড হায়ার অ্যাডুকেশন সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা। তারা হলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও ব্যবসায় অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাশ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির।
এসময় তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক সময়ে ইংরেজি স্পিকিং খুবই গুরুত্বপূর্ণ। এমন সময় উপযোগী প্রতিযোগিতা আয়োজনের জন্য ববি রিসার্চ অ্যান্ড হায়ার অ্যাডুকেশন সোসাইটিকে ধন্যবাদ জানান উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
নির্ধারিত পাঁচটি টপিকের উপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৩ জন প্রতিযোগীর মধ্যে ২৭ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার অ্যাডুকেশন সোসাইটির সভাপতি মেহেদী হাসান বলেন, আমরা সংগঠনের শুরু থেকেই চেষ্টা করেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রিসার্চ এবং বিদেশে হায়ার অ্যাডুকেশনের স্বপ্ন দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের সপ্ট স্কিল ডেভেলপমেন্টে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ইংলিশ স্পিকিং কনটেস্ট ১.০।