29125

বিভাগে সেকেন্ড তানভীর ৪৩তম বিসিএসে ২১তম হয়ে হচ্ছেন এএসপি

বিভাগে সেকেন্ড তানভীর ৪৩তম বিসিএসে ২১তম হয়ে হচ্ছেন এএসপি

2023-12-28 15:18:40

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে ফার্স্ট ক্লাস সেকেন্ড তানভীর আহমেদ ৪৩ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ৪১ বিসিএসে হয়েছিলেন পরিবার ও পরিকল্পনা ক্যাডার। তার একের পর এক সফলতায় খুশি তার শিক্ষক ও পরিবারের সদস্যরা।

ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০১৩-১৪ সেশনের আবাসিক শিক্ষার্থী তানভীর বিশ্ববিদ্যালয়ে ৩.৭৮ সিজিপিএ পেয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলেন।

তানভীর বলেন, 'দেশ ও জাতির সেবা করার উদ্দেশ্যেই আমার পুলিশ ক্যাডার নেয়া। আমার পিতামাতা এবং শিক্ষকদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।'

ভবিষ্যতে যারা বিসিএস পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'বিসিএস ক্যাডার হওয়া যতটা না কষ্টের, তার থেকে বেশি কষ্টসাধ্য কাজ হচ্ছে লেগে থাকা। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকলে একদিন সফলতা আসবেই। নিয়মিত পড়াশোনা করতে হবে। আপডেটেড থাকতে হবে।'

অবসরে কী করেন জানতে চাইলে তানভীর বলেনে, অবসর সময়ে খেলাধুলা করার চেষ্টা করি। বিশেষ করে ক্রিকেট। ভালো মুভি, সিরিজ দেখার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়েও আমি ক্লাব এক্টিভিটিতে জড়িত ছিলাম। এছাড়াও আমি ইন্টারন্যাশনাল অনেক বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে ফ্রি কোর্সগুলো করার চেষ্টা করি। যেমন ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস থেকে এডভান্স কমপ্লিট এনালাইসিস কোর্সটি সম্পন্ন করেছি। এছাড়াও BIPSOT এ অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্সে এটেন্ড করেছি।আগে অনেক ঘুরাঘুরি করলেও মাঝে তা বন্ধ ছিল। এখন  আবার ঘুরে বেড়াতে চাই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]