29152

আমরা যেনো সত্যিকারের মানুষ হয়ে মৃত্যুবরণ করি: সৈকত

আমরা যেনো সত্যিকারের মানুষ হয়ে মৃত্যুবরণ করি: সৈকত

2024-01-01 20:13:08

আমরা সবাই স্বপ্ন দেখি বড় হওয়ার। বড় হওয়া মানে অনেক ধনসম্পদের অধিকারী হওয়া। বড় হওয়া মানে হচ্ছে সম্পন্নভাবে মানুষ হওয়া। যখন জন্মগ্রহণ করি, তখন মানুষ হয়ে জন্মগ্রহণ করি। ডে-ভাই ডে আমরা মানুষ থেকে অমানুষ হতে থাকি। কিন্তু শিক্ষার মূল লক্ষ্য মানুষ হওয়া। আমরা যেন সত্যিকারের মানুষ হয়ে মৃত্যুবরণ করি। কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি’র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্যে সৈকত এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার বর্তমান অবস্থা আমাদের সবার জানা আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানা আছে। নতুন-প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানাতে হবে। এদেশের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৪ হাজার ৬৮২ দিন জেল খেটেছেন। শিক্ষার্থীদের এ সকল ইতিহাস জানাতে হবে।

বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর (সদর) পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]