2916

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কে এই নারী?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কে এই নারী?

2017-10-21 04:18:22

বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং আইভি লীগের সদস্য। এটি ম্যাসাচুসেট্‌স-এর বোস্টনে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ড্রু গিলপিন ফস্ট এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ও ২৮তম প্রেসিডেন্ট। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাকে ভাইস চ্যান্সেলর বলা হয়।

বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এই মার্কিন ইতিহাসবিদই প্রথম প্রেসিডেন্ট যিনি হার্ভার্ড থেকে আন্ডার গ্রাজুয়েশন এবং গ্রাজুয়েশন করেননি। তিনি কনকর্ড একাডেমি থেকে গ্রাজুয়েশন এবং ১৯৭১ সালে পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন এবং ১৯৭৫ সালে পিএইচডি সম্পন্ন করেছেন। পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ পান। 

এখনো পর্যন্ত এই বিখ্যাত নারী বিভিন্ন বিষয়ে মোট ৬টি বই লিখেছেন।

ফোরবস ম্যাগাজিনের ২০১৪ সালের বিশ্বে ক্ষমতাশালী নারীর তালিকায় তিনি ৩৩তম হন। ২০০৭ সাল থেকে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসা এই নারী ২০১৮ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট থাকবেন। 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন হয় না। সরাসরি অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করতে হয়। ভর্তি ফরমের নির্দেশিকা অনুযায়ী স্যাট, জিআরই-এর স্কোরসহ যাবতীয় নিয়মাবলী সঠিকভাবে পূরণ করতে হয়। আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এ ভর্তি ফরম পূরণ করে জানুয়ারি মাসের মধ্যে পাঠাতে হয়। ফরমটি পূরণ করে পাঠাতে খরচ হয় ৬৫ ডলার।

ভর্তির যোগ্যতা: প্রতিটি বিষয়ের ভর্তির যোগ্যতা বিষয় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে পারেন www.harvard university.com

স্কুল ও ফ্যাকাল্টি: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য স্কুল ও ফ্যাকাল্টির মধ্যে রয়েছে বিজনেস, ডেন্টাল, ডিজাইন, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, গভর্নমেন্ট, ল, পাবলিক হেলথ, ফ্যাকাল্টি অব আর্টস এ্যান্ড সায়েন্স।

খরচ: বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় হার্ভার্ডে পড়াশোনার বার্ষিক খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য ফুলটাইম শিক্ষার্থীদের জন্য খরচ পড়বে প্রায় ৭ হাজার ডলার, পার্টটাইম শিক্ষার্থীদের জন্য প্রায় ৫ হাজার ডলার এবং স্কলারশিপ ছাড়া স্নাতকোত্তর অথবা যে কোন ডকটেরিয়াল কোর্সে ভর্তির জন্য খরচ পড়বে প্রায় ৪ হাজার ডলার। আর স্কলারশিপ পেলে খরচ পড়বে ২ হাজার ডলার। অধ্যয়ন খরচ বেশি হলেও হার্ভার্ড ৬০%-এরও বেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]