29322

ওমরা শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য

ওমরা শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য

2024-01-24 08:52:49

সৌদি আরবে পবিত্র ওমরা করে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ওমরা শেষে উপাচার্য মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) তিনি একটি ফ্লাইটে সৌদি আরব থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে দাপ্তরিক কাজে যোগদান করেন।

এর আগে, গত ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে ৪ দিনের জন্য সৌদি আরব গমন করেন তিনি। এদিন থেকে উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন।

উপাচার্য বলেন, আমি দায়িত্ব পাওয়ার পরেই সিদ্ধান্ত নিয়েছিলাম ওমরা করতে যাব। সেটা আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। ওমরার পরে মনে হচ্ছে আমার জীবনীশক্তি বৃদ্ধি পেয়েছে, আমার কাজের স্পৃহা বেড়েছে। আমি মদিনায় নবী (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেছি। আমার বিশ্ববিদ্যালয় ও আমার শিক্ষার্থীদের সার্বিক মঙ্গলের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দেন সেই দোয়া করেছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]