শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল
2024-02-03 22:54:33
আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা চতুর্থবার এবং মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ক্যাম্পাসের দলীয় টেন্ট থেকে আনন্দ মিছিল বের করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সংগঠনটির তিন শতাধিক নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’, 'মেট্রোরেলের সরকার বারবার দরকার', 'পিতা তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়', 'কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়'- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে দলীয় টেন্টে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। দ্রুত আমাদের ফ্যাকাল্টিগুলোর কর্মী সভা করবো। যারা ফ্যাকাল্টি প্রতিনিধিত্ব করতে চান তারা প্রস্তুতি নেবেন। পদ প্রত্যাশী নেতাকর্মীদের এই সমাবেশ সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। এসময় তিনি টানা চতুর্থবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানান।