29499

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করে ছিনতাই

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করে ছিনতাই

2024-02-15 13:20:30

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের এক শিক্ষার্থী মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার ফরিদ মোল্যার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই খুলনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মো. রানা ইসলাম বুধবার টিউশনি থেকে ফেরার পথে আনুমানিক রাত ৮টা ১০ মিনিটে ফরিদ মোল্যার মোড়ে পৌঁছালে ৪/৫ জন লোক তার পথরোধ করে বলে, 'তুই কী শৈশব? ভুক্তভোগী শিক্ষার্থী না বললে অভিযুক্ত একজন তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, চড়, থাপ্পর এবং লাথি মারে এবং পকেট থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এসময় মারপিটের ফলে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে অভিযুক্তরা বিষয়টি নিয়ে মামলা মোকদ্দমা করলে হত্যার হুমকি দেয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র হতে চিকিৎসা গ্রহণ করেন।

এদিকে থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে আসলেও অভিযুক্তদের খুঁজে পায়নি। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, এই ঘটনায় আমি খুবই শঙ্কিত। বিবাদীরা সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় পরবর্তীতে প্রাইভেট পড়াতে গেলে তারা আমাকে খুন বা জখমসহ বড় ধরনের ক্ষয়-ক্ষতি করতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই এলাকায় টিউশনি করায়, ভবিষ্যতে তাদের কেউ যেন এই ধরণের ঘটনার শিকার না হয় সেই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চাই।

খুলনা সদর থানার ওসি মো. হাসান আল মামুন বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি। তবে পুলিশ তদন্ত করতে সেখানে গেলে অভিযুক্তকে পাইনি। পরে তার বাড়ি ঘর তালা মেরে দিয়ে আসা হয়েছে। আসলে যে ছেলেটা এ কাজ করেছে তার পেছনের গল্প একটু খারাপ আছে। আমরা অভিযুক্ত ব্যক্তিকে ধরে চালান দেয়ার ব্যবস্থা করছি।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com