29515

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদারে যুক্ত হলো ওয়াকি-টকি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদারে যুক্ত হলো ওয়াকি-টকি

2024-02-17 12:35:09

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার, সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ টহল কার্যক্রমকে আরও নজরদারির মধ্যে আনতে নিরাপত্তা সরঞ্জামের সঙ্গে যুক্ত করা হলো ওয়াকি-টকি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে ৪টি ওয়াকি-টকি তুলে দেন।

এ সময় রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, সহকারী প্রক্টর মো. মেহেদী তানজীর ও ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ইতোমধ্যেই সীমানা প্রাচীর নির্মাণ এবং পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় নিয়ে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুই গেইটের মধ্যে সমন্বয় ও যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে আজ থেকে ওয়াকি-টকি যুক্ত করা হলো। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রে ওয়াকি-টকি অত্যন্ত কার্যকর। মোবাইলে নাম্বার বের করে কল করতে হয়, আবার অনেক সময় নাম্বার ব্যস্ত থাকলে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। কিন্তু ওয়াকি-টকির ক্ষেত্রে একে অপরকে কল করা খুব সহজ ও মুহূর্তেই যোগাযোগ করা যায়। প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে ওয়াকি-টকির সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]