29524

ডিআইইউতে বসন্ত উৎসব অনুষ্ঠিত

ডিআইইউতে বসন্ত উৎসব অনুষ্ঠিত

2024-02-18 18:49:02

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শনিবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে বিভিন্ন ধরনের খেলাধুলা, রম্য বিতর্ক, পুরস্কার বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছিলো পুরো ক্যাম্পাস। উৎসব উপলক্ষে আনন্দে মেতে উঠেছিলেন সকলেই। বসন্তের আমেজে শিক্ষার্থীরা নিজেদের সাজিয়েছিলেন বাহারি রঙের পোশাকে। অনেকেই নিজেদের পরিবারের সদস্যদেরসহ অংশ নিয়েছিলেন এই উৎসবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফজলুল হক পলাশের সভাপতিত্বে বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রক্টর প্রফেসর ড.সাজ্জাদ হোসেন সহ রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বাংলা সাহিত্যের অনেকটা জায়গা জুড়ে আছে বসন্তের প্রভাব। যদিও বাঙালির ঐতিহ্যে বসন্ত উৎসব খুব বেশি পুরানো নয়। এ উৎসব ক্রমেই নগর সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হয়ে উঠছে।

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]