29528

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন

2024-02-18 21:15:44

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই বছরের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে পরবর্তী ২ বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। এ আদেশ সোমবার ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে, ২০১৯ সালের ২৯ মে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোস্তফা কামালকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০২১ সালে ২৪ জুলাই তার মেয়াদ শেষ হয়ে গেলে পরদিন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে প্রক্টর হিসেবে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব পালন করতে বলা হয়। এরপর থেকে তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]