বৃহস্পতিবার থেকে ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু
2024-02-21 21:08:18
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা আগামীকাল ২২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী বেলা ১টা ৩০ মিনিটে এ পরীক্ষা শুরু হবে। ৬৭১টি কেন্দ্রে ১ হাজার ৯১১ টি কলেজে ৩ লাখ ৫৩ হাজার ১০৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। ১৩ মে ২০২৪ তারিখ এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয়
বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।
জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।