29567

রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা, অপেক্ষায় প্রহর গুনছে অভিভাবকরা

রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা, অপেক্ষায় প্রহর গুনছে অভিভাবকরা

2024-02-23 11:51:04

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘খ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। কেন্দ্রের বাহিরে অপেক্ষার প্রহর গুনছে অভিভাবকরা।

পরীক্ষা কক্ষে প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া সকল ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষসহ পু্রো ক্যাম্পাস চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার সক‌াল সা‌ড়ে ৯টা থে‌কেই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোর ফট‌কে ভর্তিচ্ছু ও অভিভাবকদের উপস্থিতি বাড়‌তে থা‌কে। ভর্তিচ্ছুরা লাইনে দাঁড়িয়ে একজন একজন করে কেন্দ্রে প্রবেশ করেছেন। প্রত্যেককে তল্লাশি করে সঙ্গে থাকা প্রবেশ পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দে‌খে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস ও ঘড়িসহ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সিরাজগঞ্জ থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন মো. রায়হান আলম। তিনি বলেন, আজ সকালেই বাসা থেকে এসেছি। ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা হয়নি। প্রথমে বিল্ডিং চিনতেছিলাম না পরে বড় ভাইদের সহযোগিতায় পরীক্ষার হলে আসলাম। প্রস্তুতি ভালো আছে, ইনশাআল্লাহ চান্স পাব তারপরও একটু ভয় কাজ করছে।

নওগাঁ থেকে মেয়েকে নিয়ে আসছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, আমার মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে এসেছি। আমরা সকালে পৌঁছেছি। ভেবেছিলাম রাস্তায় ঝামেলা হবে তবে কোনো ঝামেলায় পড়তে হয়নি। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। মেয়ে পরীক্ষা হলে আছে।

নিরাপত্তার বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমরা প্রক্টর অফিস সকল ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছি। পাশাপাশি পুলিশ প্রশাসন আমাদের সহযোগীতা করে যাচ্ছে। এছাড়াও ক্যাম্পাসে খাবারের দাম বা অটোরিকশা ভাড়া বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আটটি আঞ্চলিক কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]