29653

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে রাবি প্রশাসনের পাঁচ স্তরের নজরদারি

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে রাবি প্রশাসনের পাঁচ স্তরের নজরদারি

2024-03-05 17:57:18

বিজ্ঞান অনুষদভুক্ত 'সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার মধ্যে রয়েছে ভ্রাম্যমাণ আদালত, গোয়েন্দা বাহিনী, পুলিশ প্রশাসনসহ বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার ও প্রক্টরিয়াল টিম।

আজ (৫ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট চার শিফটে পরীক্ষা চলে। ‘সি’ ইউনিটে কোটাসহ এবার ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু অংশ নেই। আগামী ৬ মার্চ ‘এ’ ইউনিট ও ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, 'এ', 'বি' ও 'সি' তিনটি ইউনিটে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে বিশেষ কোটাসহ আসন রয়েছে মোট চার হাজার ৪৩৮টি। এই আসনের বিপরীতে মোট এক লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা এক লক্ষ ৫৪ হাজার ৯৭৭টি।

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষাকে ঘিরে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেকোনো জালিয়াতি ঠেকাতে প্রক্টরিয়াল বডি সর্বদা তৎপর রয়েছে৷ এছাড়া ভ্রাম্যমাণ আদালত, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সন্দেহভাজনদের সার্বক্ষণিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]