29664

রমজানের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

রমজানের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

2024-03-06 19:09:31

ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী (সোমবার) ১১ মার্চ থেকে বন্ধ শুরু হচ্ছে। দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষ ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয় খুলবে।

বুধবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এচ এম আলী হাসান সাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ১১ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরিক্ষাসমূহ বন্ধ থাকবে। ছুটিকালীন সময়ে যদি কোন বিভাগ। পরীক্ষা গ্রহণ করতে চায় (ক্যালেন্ডারে উল্লেখিত লাল কালি ব্যতীত) সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ীর ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। হল সমূহ বন্ধের ব্যপারে কোনো সিদ্ধান্ত হয় নি। ছুটিতে হল খোলা থাকবে।

উল্লেখ্য, পরবর্তীতে দুইদিনের সাপ্তাহিক বন্ধ শেষে ২০ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]