29688

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রথম ইশতিয়াক মঈন

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রথম ইশতিয়াক মঈন

2024-03-09 10:42:06

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মো. ইশতিয়াক মঈন। তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফলাফলে দেখা গেছে, ১১৫৮৯৭ রোল নম্বরধারী ইশতিয়াক মঈন মেরিট লিস্টের এক নম্বরে রয়েছেন। তিনি নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিভাগ চয়েস ফরম পূরণ করবেন। এবার ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৮ হাজার টাকা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে।

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩৯টি পছন্দসহ একটি পছন্দক্রম এবং স্থাপত্য বিভাগের জন্য তিনটি পছন্দসহ আলাদা একটি পছন্দক্রম পূরণ করতে হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]