29836

ইবির ১২ শিক্ষার্থীকে শাস্তি

ইবির ১২ শিক্ষার্থীকে শাস্তি

2024-03-25 16:18:27

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে চারজন শিক্ষার্থীর সম্পূর্ণ সেমিস্টার বাতিল, সাতজন শিক্ষার্থীকে একটি কোর্স বাতিল এবং বাকি একজনকে সতর্ক প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৩ মার্চ উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৬তম পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় দোষী শিক্ষার্থীকে কারণ দশানোর রিপোর্ট, পরীক্ষা হল পর্যবেক্ষকের রিপোর্ট এবং ডিন অফিসের রিপোর্ট পর্যালোচনা করে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

এছাড়াও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের কারণ প্রমাণিত হওয়ায় পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৬ (৩) ধারা অনুযায়ী ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর এবং বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর এক সেমিস্টার করে বাতিল করা হয়েছে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীর, লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর এবং আইসিটি বিভাগের একই বর্ষের দুই শিক্ষার্থীকে অধ্যাদেশের ৬ (১) ধারা অনুযায়ী একটি করে কোর্স বাতিল করা হয়েছে। এছাড়াও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মোবাইল ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে।

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]