29999

জবির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক থাকবে

জবির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক থাকবে

2024-04-25 14:47:20

আগামী শনিবার (২৭ এপ্রিল) শুরু হচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বাইরে সার্বক্ষণিক কয়েকটি পানির ট্যাংক থাকবে।

পানির ট্যাংকগুলো ভ্রাম্যমাণভাবে সেবা দেবে। এছাড়াও কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে সেবা প্রদানের জন্য থাকবেন দুইজন চিকিৎসক। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, তীব্র গরমে পরীক্ষার্থীদের সেবার জন্য ওয়াসার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে পানির ট্যাংকের ব্যবস্থা রাখবে। এছাড়াও দুইজন চিকিৎসক থাকবেন। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা তাৎক্ষণিক সেবা দেবেন। আর ক্যাম্পাসের ভিতরের আমাদের নিজস্ব মেডিকেল সেন্টার সবসময় খোলা থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, তীব্র গরমে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা আসবেন। তাদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে পানির ট্যাংক ও স্বাস্থ্যসেবার জন্য দুজন ডাক্তারের ব্যবস্থা রাখা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায় যথাযথ ব্যবস্থা থাকবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]