30000

অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে জবি, বন্ধ থাকবে পরীক্ষা

অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে জবি, বন্ধ থাকবে পরীক্ষা

2024-04-25 16:23:33

সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহের জন্য এক সপ্তাহ অনলাইনে ক্লাস চলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। তবে এখনো তীব্র দাবদাহ না কমায় এবার অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবি। তবে অনলাইনে ক্লাস চলাকালীন সশরীরে পরীক্ষা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো আইনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে সব ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারিতি চালু থাকবে।

তীব্র দাবদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার জন্য সবাইকে অনুরোধ করেছে জবি প্রশাসন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]