30091

কুবিতে গুচ্ছ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৬ শতাংশ

কুবিতে গুচ্ছ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৬ শতাংশ

2024-05-03 22:44:09

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি ও উপাচার্যের দ্বন্দ্বের মধ্যেই গুচ্ছ 'বি' ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে অংশ নেওয়ার কথা চার হাজার ২৯২জন শিক্ষার্থীর। এর মধ্যে ৮৬.৬৭ শতাংশ। অর্থাৎ ১৩.৩৩ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, দুটো কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়। পাশাপাশি ছিলো জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যদের পরীক্ষার্থীদের সিট খোঁজা সংক্রান্ত সার্বিক সহযোগিতায় তৎপর থাকতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরিক্ষার আহ্বায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, 'সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভর্তি পরিক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]