30098

৭ জেলায় কর্মী সম্মেলনের ঘোষণা ছাত্রদলের

৭ জেলায় কর্মী সম্মেলনের ঘোষণা ছাত্রদলের

2024-05-04 08:07:05

সাংগঠনিক কার্যক্রম জোরালো করার উদ্দেশ্যে সাত জেলায় কর্মী সম্মেলন করবে ছাত্রদল। ৮ থেকে ১১ মে- এই চারদিন সম্মেলন হবে।

শুক্রবার (৩ মে) বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে তারেক রহমানের সম্মতিক্রমে কর্মী সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে।

প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে ৪ ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৮ মে দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা শাখা, ৯ মে সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, বেলা ১১টায় রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর শাখা, বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, ১০ মে সকাল ১০টায় নওগাঁ জেলা শাখা, দুপুর ২টায় জয়পুরহাট জেলা শাখা, ১১ মে দুপুর ২টায় পাবনা জেলা শাখায় কর্মী সম্মেলন হবে। সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।ল

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ব্যস্ত থাকায় কিছু জেলা শাখায় আমাদের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। সেই কমিটিগুলো কর্মী সম্মেলনের মাধ্যমে দেওয়া হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]