30099

হাবিপ্রবিতে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব

হাবিপ্রবিতে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব

2024-05-04 08:44:33

শিক্ষার্থীদের উচ্ছাস ও উদ্দীপনার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। হাবিপ্রবি এডভেঞ্চার ক্লাবের আয়োজনে শুক্রবার (০৩ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মাঠে এই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

ঘুড়ি উৎসবে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উৎসবে অর্ধ শতাধিক প্রতিযোগী বিভিন্ন রং-বেরঙের ঘুড়ি আকাশে ওড়ান। এ সময় ছেলেবেলার বিভিন্ন স্মৃতিচারণ করেন সবাই।

এ বিষয়ে এডভেঞ্চার ক্লাবের সভাপতি মুন্না সরকার বলেন, হাবিপ্রবি এডভেঞ্চার ক্লাবের পক্ষ থেকে প্রথমবারের মতো এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে এই আয়োজন। কিন্তু তখন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকায় আজকের এই দিনে ঘুড়ি উৎসবটি আয়োজিত হয়েছে। আমরা এতে আশানুরূপ সাড়া পেয়েছি।

উৎসবে প্রতিযোগিরা একক এবং দলীয় উভয় মাধ্যমেই ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]