30213

গবেষক শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে: জবি উপাচার্য

গবেষক শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে: জবি উপাচার্য

2024-05-14 21:42:39

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, যেসব শিক্ষক বেশি গবেষণা করবেন তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে। এভাবেই বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্মে উৎসাহিত করতে হবে। উচ্চশিক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (১৪ মে) জবিতে 'গবেষণা প্রস্তাবনা লেখায় পরিমাণগত ও গুণগত গবেষণা পদ্ধতি' শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

জবির গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ। রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আব্দুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ড. মমতা বি চৌধুরী।

ওয়ার্কশপে জবির সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ এবং আইন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]