30242

চাকরির বয়সসীমা ৩৫ বছরের দাবিতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

চাকরির বয়সসীমা ৩৫ বছরের দাবিতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

2024-05-17 19:38:29

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৭ মে) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এদিন রাজু ভাস্কর্যের সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এসময় পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা। শাহবাগে পুলিশ-আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ব্যারিকেট তুলে নিলে তারা আবার মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে ফিরে যান।

আন্দোলনকারীরা বলেন, আজ পর্যন্ত কোনো ছাত্র আন্দোলন বিফলে যায়নি। আমরা চাই রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে ঘরে ফিরতে। বিগত ১২ বছর ধরে এই আন্দোলন চলমান রয়েছে। কোনো অদৃশ্য শক্তির কারণে আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না।

উল্লেখ্য, ২৯ এপ্রিল জনপ্রশাসনমন্ত্রী বরাবর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সুপারিশের পর গত ১১ মে থেকে আবারও আন্দোলনে নেমেছেন ৩৫ প্রত্যাশীরা। এরপর থেকে গণভবন অভিমুখে পদযাত্রা, গণঅনশন, কাফনের কাপড় পরে মিছিলসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

দাবির পক্ষে কোনো সরকারি সিদ্ধান্ত না আসায় আজ শুক্রবার সমাবেশ করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যাখ্যার পর শিক্ষামন্ত্রীর সুপারিশের আর কোনো কার্যকারিতা নেই বলে তিনি জানিয়েছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]