30265

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে

2024-05-20 19:31:18

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে বিশ্বব্যাপী চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নির্বাক পদযাত্রা ও পতাকা র‍্যালি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২০ মে) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে এই র‍্যালি ও পতাকা র‍্যালি অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাবি শাখার সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ। পতাকা র‍্যালিতে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুনতাসির আহমদ বলেন, যে নৃশংসতা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর করা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র কর্তৃক এমন নৃশংসতা পৃথিবী কখনো প্রত্যক্ষ করেনি। এমন নৃশংস ও বর্বর নির্যাতন সত্ত্বেও পৃথিবীব্যাপী এত মানবাধিকার সংস্থা ও নারী ও শিশু অধিকারের পক্ষে সরব কোনো সংগঠনকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। যা স্পষ্টতর অধিকারের নামে দ্বিমুখী আচরণ ছাড়া কিছুই নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, যুগে যুগে ইসলাম মানুষের অধিকার রক্ষার সাথে সাথে বৈষম্য ও নির্যাতন মুক্ত এক সুন্দর অনাবিল সমাজ প্রতিষ্ঠা করেছে। তবে যারাই এমন সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছে, ইসলাম তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার নির্দেশ দেয়।

এ সময় ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতির দাবি জানান তিনি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]