30282

বিএনসিসিতে অবদানের জন্য পুরস্কার পেলেন ইবির জুবায়ের-মাহমুদ

বিএনসিসিতে অবদানের জন্য পুরস্কার পেলেন ইবির জুবায়ের-মাহমুদ

2024-05-23 09:54:02

 

বিএনসিসিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ইনসেনটিভ পুরস্কার পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাডেট আন্ডার অফিসার আলী আহসান মুহাম্মদ জুবাইর ও ক্যাডেট সার্জেন্ট সুলতান মাহমুদ।

পুরস্কার প্রদান করেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ম কামরুল ইসলাম। (বিজিবিএম,পিএসসি) রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস এবং ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার প্রফেসর ক্যাপ্টেন ড. এম শাহিনুর রহমান (বিএনসিসিও)।

বুধবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের প্রধান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুরস্কার প্রাপ্ত ক্যাডেট আন্ডার অফিসার আলী আহসান মুহাম্মদ জুবাইর বলেন, জ্ঞান-শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবা এই মূল মন্ত্র বুকে ধারণ করেই আমাদের পথ চলা। বিএনসিসির মাধ্যমে আমি দেশের সেবা করার সুযোগ পেয়েছি এবং দেশের সেবায় নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি । এ পুরস্কার আমাদের ছোট্ট ছোট্ট কাজের একটা বড় স্বীকৃতি। পুরস্কারের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে দ্বিগুণ স্পৃহা নিয়ে কাজ করে যেতে চাই।

বিএনসিসি অফিসের প্রধান মিজানুর রহমান বলেন, আমাদের বিএনসিসি ক্যাডেটরা অনেক পরিশ্রমী। তাদের পরিশ্রমের স্বীকৃতি পাচ্ছে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। আশা করি তারা আগামীতে আরও ভালো করবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]