30384

সায়েন্স ক্লাবের উদ্যোগে রাবিতে ইকো-স্মার্ট ডাস্টবিন স্থাপন

সায়েন্স ক্লাবের উদ্যোগে রাবিতে ইকো-স্মার্ট ডাস্টবিন স্থাপন

2024-06-03 20:51:15

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে 'পরিবেশ সপ্তাহ ২০২৪' পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইকো-স্মার্ট ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক অনাড়ম্বর আয়োজনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসানের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ক্যাম্পাসের ১৩টি স্থানে প্লাস্টিক, পচনশীল ও কাচ এই তিন ধরনের ‘ইকো-স্মার্ট ডাস্টবিন’ স্থাপনের পাশাপাশি ছয়টি সাধারণ ডাস্টবিনও স্থাপন করা হচ্ছে। সায়েন্স ক্লাবের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি অলাভজনক বিজ্ঞানপ্রেমী সংগঠন। বিজ্ঞানমনস্ক জাতি গঠনের উদ্দেশ্যে ২০১৫ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞান চর্চা চলমান রাখার জন্য ক্লাবটি ধারাবাহিকভাবে বিজ্ঞানমেলা, ওয়ার্কশপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করে আসছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]