30443

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না জাবি শিক্ষার্থী রুমির

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না জাবি শিক্ষার্থী রুমির

2024-06-09 08:03:25

ঈদের ছুটিতে ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার সময় রংপুর পাগলাপীর গঞ্জিপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মোছা. আজমুদা আক্তার রুমি। তিনি ভূতাত্বিক বিজ্ঞান বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৮ জুন) সকাল ১০ টায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় রুমি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনুমানিক বিকেল ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

রুমির এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে তার এক সহপাঠী জানান, দুইদিন আগেও রুমির সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের ব্যাচ থেকে একজন হাসিখুশি বন্ধুকে হারালাম। আমাদের পুরো বিভাগ নিস্তব্ধ হয়ে গেছে।

এই দুর্ঘটনায় নিহত রুমির মাকেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন শঙ্কাযুক্ত। প্রত্যক্ষদর্শী ও রিপুর পরিবারের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক হুসাইন মো. সায়েম বলেন, নীলফামারীর জলঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস এবং রংপুরের পাগলাপীর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অটোরিকশা খলেয়া গঞ্জিপুরের চেয়ারম্যান মোড় এলাকায় আসলে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় রুমিকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয় স্থানীয় লোকজন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]