30652

কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

2024-07-11 20:52:56

পুলিশের বাধা উপেক্ষা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল পৌঁনে ৪টার দিকে ববি গেটে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ।

এ সময় শতাধিক পুলিশের বাধা উপেক্ষা করে বেরিকেড ভেঙে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নিলে পুলিশ পিছু হটে। এর আগে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় ববি গেটে। এ আন্দোলনের ফলে সারাদেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে চরম জনদুর্ভোগ তৈরি হয়। যাত্রীরা কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। এ সময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি তোলেন। এ অবরোধ শেষে রাতে মোমবাতি মিছিল করবে শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়তে পারে বলে জানা গেছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা পদ্ধতি বহাল রেখে শিক্ষার্থীদের সঙ্গে যেকোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। আমরা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে অধিকার আদায় করে নিবো। এ জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]