30677

রাষ্ট্রপতি বরাবর স্মরকলিপি প্রদান, দাবি আদায়ে অনড় ইবি শিক্ষার্থীরা

রাষ্ট্রপতি বরাবর স্মরকলিপি প্রদান, দাবি আদায়ে অনড় ইবি শিক্ষার্থীরা

2024-07-14 14:08:01

সকল প্রকার সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ সকল প্রকার কোটা সংস্কারের দাবিতে এবার বিশ্ববিদ্যালয় হতে ২৩ কি.মি. দূরে কুষ্টিয়া শহরের যাত্রা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এবং পদযাত্রার করে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) সকাল ৯ টায় ক্যাম্পাসের বাসে করে কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে একত্রিত হয় শিক্ষার্থীরা। পরবর্তীতে চৌড়হাস থেকে মজমপুর পর্যন্ত গণ পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনে কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া মহিলা কলেজ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, এবং প্রত্যন্ত এলাকার কলেজসমূহ যুক্ত ছিল।

আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া সরকারি কলেজের প্রতিনিধিরা ডিসির অনুপস্থিতিতে এনডিসি মহসীন উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের দাবি তুলে ধরেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা থাকবে সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবিগুলো আমলে নিয়ে কমিটি গঠন করে বৈষম্যমূলক কোটা সংস্কার করবে। এছাড়া শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করে দাবিদাওয়া মেনে নিয়ে আমাদের ক্লাসরুমে ফিরিয়ে দিক।

এসময় এনডিসি মহসীন উদ্দিন বলেন, আমরা আপনাদের স্মারকলিপি হাতে পেয়েছি। স্মারকলিপিটি আমরা সময়মতো রাষ্ট্রপতির নিকট পৌঁছে দিবো।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]