30680

প্রশ্নফাঁসের সুবিধা নিয়ে বাটপারদের বিসিএস পাস মেনে নেয়া যায় না: হাইকোর্ট

প্রশ্নফাঁসের সুবিধা নিয়ে বাটপারদের বিসিএস পাস মেনে নেয়া যায় না: হাইকোর্ট

2024-07-15 00:05:57

বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের সুবিধা নিয়ে ক্রিমিনাল/বাটপাররা বিসিএসের মতো চাকরিতে চলে যাবে এটা মেনে নেয়া যায় না।

রোববার (১৪ জুলাই) এ সংক্রান্ত এক রিটের শুনানিকালে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

সারডা সোসাইটির নির্বাহী পরিচালক মুরাদ ভুঁইয়া সম্প্রতি বিসিএসের মতো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন ।

আদালত বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমাদের জন্য কষ্টের। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়। বিসিএসের মতো পরীক্ষার প্রশ্নপত্র কেন বারবার ফাঁস হবে, এটাই উদ্বেগের। পিএসসিতে যারা আছেন তারা কেন প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে পারছেন না। যদি না পারেন তাহলে এরা দায়িত্ব পালনে অযোগ্য।

শুনানি শেষে হাইকোর্ট এক সপ্তাহের জন্য শুনানি মুলতবির আদেশ দেন। এ সময়ের মধ্যে রিটের বিষয়বস্তুর উপর সরকারের অবস্থান কী তা জানাতে রাষ্ট্রপক্ষকে বলা হয়।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: [email protected]