3071

ভর্তি জালিয়াতির অভিযোগে ডিভাইসসহ চবি ছাত্রলীগ নেতা আটক

ভর্তি জালিয়াতির অভিযোগে ডিভাইসসহ চবি ছাত্রলীগ নেতা আটক

2017-10-27 15:48:03

ভর্তি জালিয়াতি চক্রের সদস্য হিসেবে ডিভাইসসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ সৌরভকে আটক করেছে পুলিশ। তার কাছে দুটি হিয়ারিং ডিভাইস, দুটি ব্লু-টুথ ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া গেছে। সৌরভ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পুলিশের এক অভিযানে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে আটক করা হয়।

জালিয়াতি চক্রের সদস্য হিসেবে আটক চবি ইশতিয়াক আহমেদ সৌরভ নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত।

চবির ভর্তি পরীক্ষার একদিন আগে মঙ্গলবার বায়েজিদ থানা এলাকা থেকে একটি ডিভাইসসহ আটক হওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজমুল কবিরের (২০১৩-১৪) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

তিনি বলেন, পাঁচলাইশ হতে আটক ইশতিয়াক আহমেদ সৌরভের কাছে ৪টি ডিভাইস ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া গেছে। গত মঙ্গলবার আটক নাজমুল কবিরের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ইতোমধ্যেই নাজমুল কবিরের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অধ্যাদেশ-১৯৮০ সালের ১৩ ধারায় মামলা করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করে গতকাল (বৃহস্পতিবার)।

এদিকে অভিযানে অংশ নেয়া পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোবাশ্বের হোসাইন বলেন, ইশতিয়াক সৌরভের কাছে হিয়ারিং ডিভাইস, ব্লু-টুথ ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া গেছে। জালিয়াতি চক্রের আরেক সদস্য নাজমুল কবিরের সঙ্গে তার সম্পৃক্ততাও পাওয়া গেছে।

আরএম/ ২৭ অক্টোবর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]