30756

হতাহত শিক্ষার্থীদের তালিকা করতে বললেন জবি উপাচার্য

হতাহত শিক্ষার্থীদের তালিকা করতে বললেন জবি উপাচার্য

2024-07-26 11:28:23

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম। তাদের সহায়তা করতে বলেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাঁচ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজন ছাড়া পেয়েছেন। একজন শিক্ষার্থীর খাদ্যনালিতে ফুটো হয়েছিল। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

আহত হওয়া সব শিক্ষার্থীর তালিকা করার জন্য প্রক্টরকে নির্দেশ দিয়েছেন জানিয়ে উপাচার্য বলেন, তালিকার মাধ্যমে সাহায্য করা হবে হতাহত শিক্ষার্থীদের। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকেঅনেক শিক্ষার্থী চলে গেছে। তাদের তালিকা পেলেও সাহায্য করা হবে বলে তিনি জানান।

নির্দেশনা পেয়ে ইতোমধ্যে তালিকা করতে শুরু করেছেন বলে জানিয়েছেন জবি প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, আহত হওয়া ৮-৯ জন শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে। যাদের টাকার প্রয়োজন ছিল, পাঠানোর ব্যবস্থা করেছেন বলে তিনি জানান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]