30784

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

2024-07-31 09:18:33

কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও আজম খান কমার্স কলেজের সমন্বয়করা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পক্ষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তানভির আহমেদ। আর আজম খান কমার্স কলেজের পক্ষে ঘোষণা দেন শেখ রাসেল।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা সার্কিট হাউজে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা।

এর আগে সার্কিট হাউজে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও রাজু রায়সহ ১১ শিক্ষার্থী, আজম খান কমার্স কলেজের তিনজন শিক্ষার্থীর সমন্বয়ে এক বৈঠক হয়। বৈঠক শেষে তারা এই ঘোষণা দেন।

খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন বলেন, আমরা ছাত্রদের বোঝাতে সক্ষম হয়েছি। এই আন্দোলনের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা ছাত্রদের ঘাড়ে চেপে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]