30786

কোটা আন্দোলনে আটক ১৭ শিক্ষার্থীকে মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

কোটা আন্দোলনে আটক ১৭ শিক্ষার্থীকে মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

2024-07-31 09:51:11

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে আটক ১৭ শিক্ষার্থীকে মুক্ত করে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া যেসব শিক্ষার্থীরা এখনো কারাগারে রয়েছেন, তাদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আটক আরও ৫ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আটক হওয়া মোট ১৭ শিক্ষার্থীকে মুক্ত করেছি। সোমবার পর্যন্ত ১৫ জন শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছিল। পরে মঙ্গলবার ডিবি অফিস থেকে দুজনকে মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের যেকোনো জায়গায় বিপদে পড়লে প্রশাসন তাদের সে সমস্যা দূর করার চেষ্টা করে থাকে।

মুক্ত হওয়া ১৭ শিক্ষার্থী হলেন- ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এম এ তামিম, ভূগোল ও পরিবেশ বিভাগের সাদমান আব্দুল্লাহ, দর্শন বিভাগের শিক্ষার্থী মুক্তার আহমেদ, রুকু খাতুন; শিল্পকলা বিভাগের ইমরান সাদমান, ইশরাক তৈমুর, ইমরান মিয়া; বাংলা বিভাগের মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ; কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আবিদ হাসান, আরবি বিভাগের আবিদ হাসান রাফি।

এ ছাড়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের নাজমুল হাসান শান্ত, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের মাসুম বিল্লাহ, ব্যাংকিং বিভাগের খাইরুল আজিম, ব্যবসায় প্রশাসন ইনিস্টিউটের (আইবিএ) রুবায়েত ফেরদৌস রনিন, ওএসএল বিভাগের রাশেদ খান আবিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোস্তাক তাহমিদ ও মার্কেটিং বিভাগের আরমান খান।

এর আগে, গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর শিক্ষার্থীদেরও সতর্ক করে প্রশাসন।

একইসঙ্গে পৃথক এক বিবৃতিতে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদেরও সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রশাসনের সঙ্গে যেন তারা যোগাযোগ করেন।

প্রশাসনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে ছাত্রদেরকে সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুক (মোবাইল নম্বর: ০১৭৬৮-৮৮৪-৪২৮) এবং ছাত্রীদেরকে সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদ (মোবাইল নম্বর: ০১৭১১-৫৭৬-৩৮৯)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]