30793

মার্চ ফর জাস্টিস : ইবির ১১ জনসহ কুষ্টিয়ায় আটক ১৪

মার্চ ফর জাস্টিস : ইবির ১১ জনসহ কুষ্টিয়ায় আটক ১৪

2024-08-01 09:42:34

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি 'মার্চ ফর জাস্টিস' পালনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১১ জনসহ মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (৩১ জুলাই) বিকেলের দিকে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, শিক্ষার্থীদের আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। যদি জিজ্ঞাসাবাদে কোনো সহিংসতার সাথে সংশ্লিষ্টতা না পাওয়া যায় তাহলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, ১৪ জনকে আটক করা হয়েছে। এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আছে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]