30860

বেরোবি প্রক্টরসহ ছয়জনের পদত্যাগ

বেরোবি প্রক্টরসহ ছয়জনের পদত্যাগ

2024-08-07 18:59:50

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একে একে ৬ দপ্তরের পরিচালক পদত্যাগ করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকোশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।

আজ বুধবার (৬ই জুলাই) সন্ধ্যায় প্রক্টর, পরিবহন পুলের পরিচালক, লাইব্রেরী পরিচালক,বঙ্গবন্ধু হলের প্রভোস্ট,বহিরাঙ্গন বিভাগের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক পদত্যাগ করেন।

তারা হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, প্রক্টর মোঃ শরিফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পরিচালক ড.গাজী মাজহারুল আনোয়ার এবং পরিবহন পুলের পরিচালক ড.কামরুজ্জামান।

এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রক্টর মোঃ শরিফুল ইসলাম বলেন, আমি ব্যাক্তিগত কারণে আমার দায়িত্ব পদত্যাগ করেছি। অন্যরা কেন পদত্যাগ করেছে আমি এই বিষয়ে কোন মন্তব্য করতে পারবো না।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পরিচালক ড.গাজী মাজহারুল আনোয়ার বলেন, আমি ব্যাক্তি কারণে পদত্যাগ করেছি। আমি কারো সাথে যোগাযোগ করি নাই।

এই বিষয়ে জানতে অনান্য পরিচালকদের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তারা কেউ কল রিসিভ করেন নাই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]