31029

একদিন পিছিয়ে বুধবার জবিতে চ্যারিটি কনসার্ট, গাইবে ১১ ব্যান্ড

একদিন পিছিয়ে বুধবার জবিতে চ্যারিটি কনসার্ট, গাইবে ১১ ব্যান্ড

2024-08-26 20:21:15

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একদিন পিছিয়ে বুধবার (২৮ আগস্ট) চ্যারিটি কনসার্ট আয়োজন করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আরাবি। এর আগে ২৭ আগস্ট এই আয়োজনের এর কথা বলা হয়েছিল।

মহিউদ্দিন আল আরাবি বলেন, আমাদের মিউজিসিয়ানদের একটা গ্রুপ আজকে (সোমবার) ফেনীর দিকে গিয়েছে। তাই কনসার্ট একদিন পিছানোর সিদ্ধান্ত হইছে।

প্রায় ৮০০ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আল আরাবি। কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। কেউ এর বেশি দিয়ে ক্রয় করতে চাইলেও করতে পারবে।

বুধবার (২৮ আগস্ট) বিকেল তিনটায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। জানা যায়, কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে,ওউনড, আপেক্ষিক, চান্দের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, এ.কে. রাহুল এন্ড ব্লাক জ্যাং, প্রতিবিম্ব, শেফার্ডস ব্যান্ডদল।

কনসার্ট আয়োজন বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানব সৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালীন মুহূর্তে যদি কিছু করতে পারি সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। বন্যার্তদের সহযোগিতার জন্যই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এসোসিয়েশন কনসার্ট-এর আয়োজন করেছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]