ঢাবিতে যোগদান করলেন নতুন উপাচার্য
2024-08-27 20:04:52
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল উপাচার্যের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন, তবে সাবেক উপাচার্য এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য আব্দুস সামাদ ও সীতেশ চন্দ্র বাছার অনুপস্থিত ছিলেন।
নতুন উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব মানুষের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সবসময় জাতির কাজে এগিয়ে এসেছে। আমরা চাই এটি আনুষ্ঠানিকভাবে আরও উন্নত করতে। বিশ্ববিদ্যালয়টি ছাত্র-জনতা, রিকশাচালক, কুলি-মুটে, মজুর সবার। এক অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশ। আমরা চাই, এই কমিউনিটি সার্ভিস প্রথমে শুরু করে পরে ক্লাসরুমে নিয়ে আসতে।’
গবেষণার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের গবেষণার মান আরও উন্নত করতে হবে। ঢাবিতে কিছু অসাধারণ গবেষক আছেন, তাদের সাথে শিল্পের সংযোগ বাড়াতে হবে। সরকারি ফান্ডের ওপর নির্ভর করা যাবে না; জনতাকে সম্পৃক্ত করতে হবে এবং নিজস্ব শিল্প প্রতিষ্ঠা করতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজনৈতিক ট্যাগ নিয়ে তিনি বলেন, ‘আমি ছাত্রাবস্থায় কখনও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না এবং এখনও নেই। এই বয়সে এসে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হওয়ার কোনো ইচ্ছাও নেই। তবে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে চলি।’